নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি হুগলি জেলার ডানকুনি থানা এলাকার একটি পানশালার দোতালার উপরে জলের পাইপ বদলাতে গিয়ে তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কলের লাইনের কাজ করা ঠিকা কর্মী হাওড়ার বালির এম এল বি রোডের বাসিন্দা দিলীপ সাহা (৪৫বছর )। প্রত্যক্ষদর্শীরা জানান দিল্লি রোড সংলগ্ন ওই পানশালাটির দোতলায় জলের পাইপ বদলাতে বাঁশের ভাড়া করে ওপরে উঠে কাজ করার সময় ওইখানে হয়ে থাকা একটি অশ্বত্থ গাছকে উপড়ে ফেলতে গিয়ে পানশালার খুব কাছ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে তড়িদাহত হয়ে প্রাণ হারান ওই ঠিকা কর্মী দিলীপ সাহা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
ওই দিন রাতে ময়নাতদন্তের পর মৃতদেহ সৎকার করা হয় বলে জানান স্থানীয় ব্যক্তিত্ব সমাজসেবী ও সবুজ সৈনিক হিসাবে সুপরিচিত শেখ মাবুদ আলী। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সঙ্গে জানান, এই ভাবে অস্থায়ী ঠিকা কর্মীদের উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ওই ভাবে বাঁশের ভাড়ার ওপরে উঠে কাজ করা বা যাঁরা কাজে লাগাচ্ছেন তাঁরা কি দায়িত্ব নেবেন এঁদের পরিবারের? স্থানীয়রা বলেন, এই সকল অস্থায়ী ঠিকা কর্মীদের কি এই ভাবেই শেষ হতে হবে।