আয় বাড়লো এসবিএসটিসি’র

sanjay-muk-5সুরঞ্জন পাল: আয় বাড়লো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। গত অক্টোবর মাসে যেখানে এসবিএসটিসি বাসের আয় হয় ৬ কোটি, নভেম্বরে তা বেড়ে হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। করোনার কারনে লকডাউন চলার সময়ে যাতায়াতের প্রধান ভরসা ছিল এসবিএসটিসি বাস। প্রসঙ্গত বাম আমলে খুবই খারাপ দেখতেও ছিল, লাল রঙের এবং অবস্থাও ছিল খারাপ এসবিএসটিসি বাসগুলি। পরবর্তী সময়ে তৃণমূল সরকারের আমলে এসবিএসটিসি বাসের অবস্থার অনেক উন্নতি হয়। বাসের রং বদলায়, গঠনগতভাবে অনেক পরিবর্তন হয়। গাড়িগুলোতে বড় বড় কাঁচ লাগানো হয়, স্টীয়ারিং-এ পরিবর্তন হয়, এক কথায় বলা যায় অনেকটাই আরামদায়ক হয়ে ওঠে এবং টিকিটের দাম ঠিকঠাক থাকার কারণে নিজের গৌরব ফিরে পায় এসবিএসটিসি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading