রি-বিল্ড, রি-ডিজাইন ও রি-ক্লেম

12323234সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা, সংবাদ প্রতিখন: আগামী ৫ ডিসেম্বর ২০২০ স্বভূমির রাসমঞ্চে আয়ুষ নেচার কেয়ার ও কে এফ মেমোরিয়াল ট্রাষ্ট এর যৌথ উদ্যোগে ডাক্তারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মূলত এই সময়ে চলা করোনা পরিস্থিতিতে আমাদের সমাজকে পুনরায় নতুন করে পুনঃস্থাপন, পুনরায় সাজিয়ে তুলে আবার আগের পরিস্থিতে ফিরিয়ে দেবার লক্ষেই এই সম্মেলনের আয়োজন, যে অনুষ্ঠানের মূলমন্ত্র হচ্ছে রি-বিল্ড, রি-ডিজাইন ও রি-ক্লেম।

gif advt

এই উদ্দেশ্যে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে গতকাল (১৭ নভেম্বর, ২০২০) কে এফ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে ফারহান হোসেন গিলানি বলেন তাঁর ও তাঁদের সহযোগী সংস্থা আয়ুষ নেচার কেয়ার উভয়ের যৌথ উদ্যোগে আগামী ৫ ডিসেম্বরের ডাক্তারদের সম্মেলনে তাঁর কোভিড যুদ্ধে যাঁরা সামনের সারিতে থেকে লড়াই করেছেন তাঁদের বিশেষ পুরস্কার ও তুলে দেবেন ওইদিন

। এছাড়াও ওইদিন তাঁরা যে সকল কোভিড যোদ্ধা সামনের সারিতে থেকে কোভিড যুদ্ধে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁদের পরিবারের হাতে ১০০০০ টাকা তুলে দিয়ে তাঁদের বিশেষ সম্মান প্রদর্শন করবেন।

output_9W9bpBUntitled-2Untitled-1Untitled-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading