প্রবীর বোস, সংবাদ প্রতিখন: আজ চুঁচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির ডাকে কেন্দ্রের সরকারের কৃষক মারা কৃষি বিলের বিরূদ্ধে ও হাতরাসে মণীষাকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে আজ চুঁচুড়া বালির মোড় থেকে পিপুল পাতি মোড় পর্যন্ত মিছিল, মিছিলের নেতৃত্বে ছিলেন হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী করবী মান্না।