পুজোয় সচেতনতা বৃদ্ধিতে কোভিড কেয়ার নেটওয়ার্ক

45d76494-5c23-48a9-b76f-3b566b0aa678

নিজস্ব সংবাদদাতা, সংবাদ প্রতিখন: আপনি একা নন, আমরা আছি আপনাদের সাথে, এমনই সাহস দিচ্ছেন কোভিড কেয়ার নেটওয়ার্ক উত্তরপাড়া চ্যাপ্টারের সদস্যরা। পথসভা, সাইকেল মিছিল প্রভৃতির মধ্য দিয়ে পুজোর দিনগুলিতে নাগরিকদের এবং কোভিড আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন তাঁরা, এ কাজে এলাকার ২০ টি ক্লাবের সদস্যরাও যুক্ত আছেন বলে জানান কোন্নগর যুক্তিমনের জয়ন্তকুমার পাঁজা।

output_tnpHoY

গত রবিবার কোভিড কেয়ার নেটওয়ার্ক  কোন্নগর বকুলতলা বাজার এবং চলচ্চিত্রম এর সামনে  দুটি পথসভার আয়োজন করে। দুটি সভায় বক্তা ছিলেন সিসিএনের সম্পাদক মাউন্ট এভারেস্ট জয়ী সত্যরূপ সিদ্ধান্ত, প্রখ্যাত বেহালা বাদক ও কোভিড জয়ী পল্লব ব্যানার্জী, সিসিএনের সম্পাদক গবেষক পার্থ সারথি মুখার্জী, সিসিএনের এর হুগলী জেলার আহ্বায়ক মোহিত রণদীপ, তাঁরা জানান পুজোর দিনগুলিতে হুগলি জেলার কোন্নগরে ২টি ও উত্তরপাড়াতে ২টি মোট ৪টি সচেতনতার স্টল হবে।

output_9W9bpBUntitled-1gif advtUntitled-2advt-3advt-1Untitled-3

%d bloggers like this: