পুজোর হাসি সবার মুখে

054f595d-2485-4da4-8265-02836146d2b9নিজস্ব সংবাদদাতা, সংবাদ প্রতিখন: দূর্গাপূজা বাঙালির সেরা উৎসব, আজ এই অতিমারী কালে, সবাই কিছু না কিছুভাবে আক্রান্ত, কেউ শারীরিক কেউ মানসিক কেউবা অর্থনৈতিক ভাবে! ২০১৩ সালে প্রতিষ্ঠিত কলকাতা ভসকিউব সোসাইটি প্রতি বছরের ন্যায়, এইবার ও আমাদের “পুজোর হাসি সবার মুখে” পালন করলো। হয়তো পরিসর অল্প ছিল, অর্থ ক্ষমতাও ভালো ছিল না, কিন্তু শত প্রতিকূলতা কে প্রতিরোধ করে, তারা চেষ্টা করেছে আমাদের কিছু ছোটো ছোটো সহ নাগরিকদের  ঠোঁটের কোণে হাসি ফোটানোর জন্য কলকাতার কেশব চন্দ্র স্ট্রীটে, পুজোর ছোট্ট কিছু উপহার পোশাক দিয়ে।

output_tnpHoY

এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলতে, দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছিল মধুরিমা ফাউন্ডেশন। ভসকিউব সোসাইটির প্রেসিডেন্ট কোহিনুর মজুমদার জানান তারা এই রকম উদ্যোগ আগামী দিনেও চালিয়ে যাবেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের  সহ সম্পাদিকা স্মিতা দাস রায় ও ওই স্বেচ্ছাসেবী সংগঠনেরই  মুখ্য সচেতক সৌমেন দাস।

output_9W9bpB

gif advt

Untitled-1

advt-4

Untitled-2

advt-3

advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading