প্রবীর বোস: মগরা থানার অন্তগত বোরোপাড়ার আসাম লিঙ্ক রোডের দুপাশে ওই এলাকার কারখানা, হাসপাতালের এমনকি অন্যান্য জায়গা বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে যাওয়ার পর সেই আবর্জনায় আগুন জ্বালিয়ে দেওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসীর সূত্রে জানা যায়। আজ সোমবার লকডাউনের দিন কেউ এই আবর্জনায় আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য ধোঁয়ায় ও গন্ধে এলাকার বেশকিছু সাধারণ মানুষের বুকের যন্ত্রণা শুরু হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে মগরা থানায় ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল ও পুলিশ প্রশাসনের কর্তারা এ এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এলাকাবাসীদের অভিযোগ এখানে ময়লা ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলে এলাকাবাসীদের রোগের সৃষ্টি হবে। তাই তারা বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তকে কাছে লিখিত অভিযোগ করেছেন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে।