দাবী না মিটলে শক্তিশালী আন্দোলোনের পথে পুর স্বাস্থ্যকর্মীরা

71a31759-94fd-481b-8aa0-baca91ea2b25.jpgসঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা:সারা রাজ্যের ১২৬ টি পৌরসভার পৌর স্বাস্থ্যকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা বার্তা দিলেন। ইউনিয়নের পক্ষে কেকা পাল জানান, তাঁরা আগামী ১২ ডিসেম্বর, ২০১৯ কলকাতার রাণী রাসমণি রোডে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গত বছর ২১ আগস্ট তাদের সঙ্গে দেখা করবেন বলেছিলেন এবং তাদের অবসরের বয়স ৬৫ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও তারা মুখ্যমন্ত্রীর দর্শন পান নি বলে তাঁর অভিযোগ। কেকা পাল আরও বলেন এই রাজ্যের সকল পৌরসভাগুলিতে মোট ৭০০০ জন স্বাস্থ্যকর্মী কাজ করে চলেছেন, যে কাজ করতে ৫ জন লাগে সে কাজ তাঁরা একজন করতে বাধ্য হচ্ছেন।

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

তিনি আরও জানান তাঁদের কাজের কোনও পরিসীমা নেই, শুধুমাত্র পরিষেবা দেওয়াই নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের নানান প্রকল্পের কাজ তাদেরই করতে হয়। অথচ তাঁরা যে বেতন পান তা দৈনিক ন্যূনতম মজুরির থেকেও কম। তাঁরা এদিন সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী যদি তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক না করেন তবে তাঁরা শক্তিশালী আন্দোলোনের জন্য প্রস্তুত হচ্ছেন।

rishav-new-2-for-web

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45~mv2.jpg

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading