প্রকাশ হতে চলেছে ডাঃ সুজাতা চট্টোপাধ্যায়ের ‘ওয়েবস অফ ফরচুন’

literomaনিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রকাশনা জগতে ক্রমেই নিজের জায়গা পাকা করে নিয়েছে লিটেরোমা পাবলিশিং। প্রকাশনা দুনিয়ায় আজ এক উজ্জ্বল জোতিষ্ক লিটেরোমা। শুধুমাত্র প্রকাশনা নয়, নতুন লেখক, কবিদের উত্‍সাহিত করতে এবং লেখার জগতে তাঁদের স্থান করে দিচ্ছে আজ লিটেরোমা। ডাঃ. সুজাতা চট্টোপাধ্যায় এমনই একজন কবি যাঁর তৃতীয় কবিতার বই আজ (৮ ডিসেম্বর, ২০১৯) অনুষ্ঠানিক ভাবে প্রকাশ করতে চলেছে লিটেরোমা কলকাতার বিড়লা তারামন্ডলের সভাগৃহ থেকে সন্ধ্যা ৫-৩০ মিনিটে। আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন নাসা খ্যাত প্রাক্তন বিজ্ঞানী ভাস্বতী রায়, বর্তমানে যিনি জঙ্গলমহলের অন্যতম পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের শিশুদের উন্নতিতে কাজ করে চলেছেন। এই অনুষ্ঠানে বেশকিছু সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ও সমাজের বঞ্চিত শিশুদের উপস্থিত থাকার কথাও জানান লিটেরোমার প্রধান ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়।

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

rishav-new-2-for-web

chetana

e361c-9a4f02_0be407e5fd5a4ec6bb10d9beede4c2afmv2

8032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

%d bloggers like this: