পর্যটনে নতুন দিগন্ত-বাংলাশ্রী এক্সপ্রেস

পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হ’ল পশ্চিমবঙ্গে। কলকাতা থেকে জেলার পর্যটনস্থলগুলিতে পৌঁছানো হয়ে গেল আরও সহজ।পশ্চিমবঙ্গের জেলা সদর শহরগুলি থেকে কলকাতা পর্যন্ত নন-স্টপ বাতানুকূল বাস পরিষেবার সূচনা হ’ল রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত ধরে।এর ফলে পর্যটকর তাদের মনমত পর্যটন কেন্দ্রে সহজেই অল্প সময়ে হাজির হতে পারবেন।রাজ্যের পর্যটন বিকাশে এই বাস পরিষেবা বিশেষ ভূমিকা গ্রহণ করবে তা বলাইবাহুল্য। বর্তমানে মোট ২০টি বাতানুকূল বাস উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলা সদর শহরগুলির মধ্যে যাতায়াত করবে বলে সংবাদে প্রকাশ। রাজ্য পরিবহন দপ্তরের এই হাই স্পীড বাসে চেপে উত্তরের দার্জিলিং বা দক্ষিণের জেলায় এবার নিশ্চিন্দে হাজির হন সপরিবারে।

%d bloggers like this: