মুক্তি পেতে চলেছে অন্তরালে

অন্ধ কুসংস্কার আজও আমাদের সমাজে বিরাজ করছে।এই সকল অন্ধ কুসংস্কার এখনও পর্যন্ত মানুষকে বিপথে পরিচালনা করে, ডাইনী প্রথা আজও শোনা যায় আমাদের দেশে। এই সকল প্রথা বেশি দেখা যায় গ্রামের পিছিয়ে পড়া আদিবাসী সমাজে। নেশা আমাদের সমাজের কতবড় শত্রু তাও আমাদের অজানা নয়। পিতামাতার কাছে তাদের সন্তানই সব আর সেই সন্তানের জন্য পিতামাতা নিজেদের সকল কিছু বিসর্জন করতেও পিছিয়ে আসেন না।

এই সকল বিষয় নিয়ে পরিচালক রাজ কুমার দাস তার নতুন ছবি অন্তরালে’র শুটিং শেষ করলেন সম্প্রতি। ছবিটিতে সমাজের এই সকল অবক্ষয়ের চিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ডক্টর যোগেন্দ্র নাথ বেরার কাহিনী নিয়ে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন আহারমুন্ডা জঙ্গল, সুবর্ণ রেখা নদীর পার্শ্ব বর্তী এলাকা সহ দাঁতন ও বেলদার ময়না পাড়ার স্থানীয়রা। ছবিতে অভিনয় করেছেন নবাগত বিশ্বজিৎ বৈলদা, মমতা জানা, পরেশ নন্দী, আব্দুল্লা মোল্লা, স্মৃতিলেখা ভুঁইয়া, বিনোদ বিহারী শিট, স্বপন ঘোষ, শ্যাম হাঁসদা, মধুমিতা শিট, গৌরাঙ্গ জানা, সুশান্ত,গৌর গোপাল দাস, সুবল বারিক, অমিতাভ মাইতি, কালিপদ, ডক্টর যোগেন্দ্র নাথ বেরা ও রাজকুমার দাস প্রমুখ। ছবিতে গান গেয়েছেন বিশ্বজিৎ বৈলদা। ডাইনী প্রথার বিরুদ্ধে জন সচেতনতা বাড়াতে এই ছবির গুরুত্ব অনেকটাই। উল্লেখ্য ইতিপূর্বে পরিচালক রাজ কুমার দাস সমাজ সংস্কারে নানান সামাজিক বার্তা দিয়ে অনেকগুলি স্বল্প সময়ের সিনেমা পরিচালনা করেছেন। তিনি জানলেন অন্তরালে মুক্তি পাচ্ছে বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে। ছবিটি প্রযোজনা করেছেন যোগেন্দ্র ফিল্ম এন্ড ট্রেনিং ইনস্টিটিউট। চিত্রগ্রহণে সন্দীপ পাত্র(দ্বীপ), সম্পাদনায় অনিতেষ অধিকারী, স্থির চিত্রে বিপ্লব দেবনাথ ও সাহেব এবং মেকআপ অসীম কুন্ডু ও পরিচালনা রাজ কুমার দাস। নিবেদনে ডি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও চিত্রসাথী ফিল্মস।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading