আড়াইশো আশা কর্মীকে নিয়ে বিশেষ সচেতনতা শিবির

অভিজিৎ হাজরা,হাওড়া: সম্প্রতি হাওড়া জেলার পাঁচলা ব্লকের কুলাই গ্ৰামীণ হসপিটালে আড়াইশো জন আশা কর্মীকে নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগাম করা হয়। এই ওরিয়েন্টেশন প্রোগামের লক্ষ্যই ছিল HEALTH TIMING AND SPACING OF PREGNANCY, বাল্য বিবাহ প্রতিরোধ করা, কম বয়সী মাতৃত্ব এবং মাতৃ মৃত্যু কমানো। বতর্মানে মাতৃমৃত্যুর অনুপাত অনেকটাই বেশি। এই বিষয় গুলি নিয়ে যথাযথ ভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গিরিবালা সামল। তিনি সমস্ত আশা কর্মীদের প্রতি তাদের অবদানের জন্য অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন নীলাঞ্জন দাস এবং কুলাই গ্ৰামীণ হাস্ব্পাতলের পক্ষে শম্পা মজুমদার এবং তিসিতা ঘোষ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading