অমর একাদশের মুর্তি উন্মোচন

কিশলয় মুখোপাধ্যায়: ১৯১১ সালে ২৯ জুলাই সেই ঐতিহাসিক ফাইনাল খেলা। খেলা শেষ হতে আর কয়েক মিনিট বাকি। তখন মোহনবাগান ১ আর ইষ্ট ইয়র্কস রেজিমেন্ট ১। শিবদাস ভাদুড়ীর কাছে বল পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষিপ্র গতিতে ধাক্কা মেরে তা নিয়ে গোলে ঢুকে গেলেন অভিলাষ ঘোষ। খেলা শেষ। চারিদিকে উন্মাদনা।

গতকাল এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে এই অমর একাদশের মুর্তি উন্মোচন করলেন বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান ছিল জমজমাট আর চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন বিচারপতি শ্যামল সেন, অভিনত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা লোপামুদ্রা মিত্র, সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়।

সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। সইদ নইমুদ্দিন, শ্যামথাপা, প্রদীপ চৌধুরি, গৌতম সরকার, সুব্রত ভট্টাচার্য, সহ আরো অনেক গুণী ব্যাক্তি।

উপস্থিত ছিলেন অমর একাদশের বর্তমান প্রজন্ম। সুন্দর মুর্তি গুলো তৈরি করেছেন রতন হালদার আর প্রিয়ব্রত হালদার। মুর্তির সঙ্গে রয়েছে ১৯১১ সালের সেই বেঞ্চ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading