সিরিজ জয় ভারতের, বিশ্বকাপের আগে চাপে নির্বাচকরা

সুগত মুখোপাধ্যায়:  বিশ্বকাপ শুরুর আগে ছন্দে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিল ভারত। ইন্দোরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত অনায়সেই ৯৯ রানে জয়লাভ করল। জোড়া শতরান ওপেনার শুভমান গিল (৯৭ বলে ১০৪ রান) ও শ্রেয়স আয়ারের (৯০ বলে ১০৫ রান)। ৩৭ বলে ছটি ওভার বাউন্ডারির সাহায্যে ঝোড়ো ৭২ রান করে অপরাজিত থাকলেন সূর্যকুমার যাদব। তিনটি করে উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা।

টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। ১৬ রানের মধ্যে প্রথম উইকেট পড়ে গেলেও শুভমন ও শ্রেয়স দ্বিতীয় উইকেটের জুটিতে ২০০ রান যোগ করে ভিত শক্ত করে দেন। শ্রেয়স ৯০ বলে তিনটি ছয় ও ১১ টি চারের সাহায্যে তাঁর ১০৫ রানের ইনিংসটি সাজিয়ে তোলেন। শুভমন গিল ৯৭ বলে চারটি ছয় ও ছটি চারের সাহায্যে ১০৪ রানের ইনিংসটি সাজিয়ে তোলেন। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ৩৭ বলে ছটি ওভার বাউন্ডারি ও ছটি চারের সাহায্যে ঝোড়ো অপরাজিত ৭২ রান করে ভারতকে ৫০ ওভারে ৫ উইকেটে পাহাড়প্রমাণ ৩৯৯ রানে পৌঁছে দেন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার ৩৩ ওভারে টার্গেট ৩১৭ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস ২৮.২ ওভারে শেষ হয়ে যায় ২১৭ রানে। ওপেনার ডেভিড ওয়ার্ণার ৩৯ বলে ৫৩ রান ও সিন অ্যাবর্ট ৩৬ বলে ৫৪ রান করলেও আর কেউ সামি,অশ্বিনদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি। অশ্বিন ৪১ রানে ও জাদেজা ৪২ রানে তিনটি করে উইকেট নিয়ে ভারতের সিরিজ জয় নিশ্চিত করে তোলেন। ম্যাচের সেরা হন শ্রেয়স। বিশ্বকাপ শুরুর ঠিক আগে শ্রেয়স আয়ার,সূর্যকুমার যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স ভারতীয় নির্বাচকদের প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রে বেশ চিন্তায় ফেলে দিল। রাজকোর্টে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচের পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের জন্য সেরা প্রথম একাদশ বাছবেন নির্বাচকরা।

%d bloggers like this: