জয় দিয়ে আইএসএল অভিযান শুরু মোহনবাগান সুপারজায়ান্টের

সুগত মুখার্জী: জয় দিয়ে দশম আইএসএল অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট। শনিবার,যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। প্রথম দশ মিনিটের মধ্যেই গতবারের চ্যাম্পিয়ন দলকে এগিয়ে দেন কমিন্স।

বিরতির আগে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন পেত্রাতোস। বিরতির পর দশম আই এস এলে নবাগত পঞ্জাবের পক্ষে একমাত্র গোল করে ব্যবধান কমান এল মাজসেন। কিন্তু পাঞ্জাবের কফিনে শেষ পেরেকটি পুঁতে জয় সুনিশ্চিত করেন ম্যাচের সেরা মানবীর।

%d bloggers like this: