স্বাধীনতার ৭৭ তম বর্ষ উপলক্ষে বৃক্ষ দত্তাকীকরণ

অভিজিৎ হাজরা, হাওড়া : স্বাধীনতার ৭৭ তম বর্ষ উদযাপন উপলক্ষে উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক‌ বিদ্যালয়ের শিশু সংসদের পরিচালনায় বৃক্ষ দত্তাকীকরন অনুষ্ঠিত হলো গরচুমুক মিনি জু তে।

আমফানের ক্ষয়ক্ষতির পরিপুরণের প্রচেষ্টায় ভারতীয় প্রজাতির জাতীয় গাছ, বট বৃক্ষ দত্তক দেওয়া হলো গড় চুমুক মিনি জুর বিভিন্ন বন্য প্রাণীদের। উপস্থিত ছিলেন বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক‌ রাজদূত সামন্ত, পরিবেশ কর্মী শুভ্রদীপ ঘোষ, মিনি জুর কর্মকর্তাগণ সহ ছাত্ররা ও আরো অনেকে।

 

%d bloggers like this: