স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনব প্রদর্শনী

অভিজিৎ হাজরা, হাওড়া : আমতা ইয়েস মিশনের ব্যবস্থাপনায় আমতার উদং উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল “স্বাধীনতা সংগ্রামে আমতা-বাগনান” শীর্ষক এক প্রদর্শনী। ভারতের স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছিলেন আমতা বাগনান এলাকারও  বহু দেশপ্রেমিক মানুষ। তাঁদের সেই বিস্মৃতপ্রায় বীরত্ব, ত্যাগ ও সংগ্রামের কথা নূতন প্রজন্মের কাছে তুলে ধরা ও তাদের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ জাগিয়ে তোলাই এই প্রদর্শনীর উদ্দেশ্য বলে জানান আয়োজকদের পক্ষে প্রদীপ রঞ্জন রীত। প্রদর্শনীটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুচন্দন পোড়েল।

উপস্থিত ছিলেন হাওড়া জেলা ইতিহাস ও লোকসংস্কৃতি গবেষণা কেন্দ্রের সম্পাদক সায়ন দে, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরুণ  কুমার পাত্র, গবেষক ড. সৌরভ দুয়ারী, শিক্ষক সুভাষ হাজরা প্রমুখ। প্রদর্শনীতে স্বাধীনতা সংগ্রামে আমতা ও বাগনান এলাকার ভূমিকার কথা তুলে ধরা হয়েছিল। রাখা হয়েছিল এই এলাকার স্বাধীনতা সংগ্রামীদের সচিত্র পরিচিতি। ছিল গ্রাম ধরে ধরে স্বাধীনতা সংগ্রামীদের নাম সঙ্গে কিছু দুষ্প্রাপ্য গ্রন্থ, ছিল আলোচনা ও কুইজ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading