নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষার পর আজ ১২ অগাষ্ট, ২০২৩, উদ্বোধন হয়ে গেল হুগলি জেলার রিষড়া শহরের নতুন রূপে সেজে ওঠা রিষড়া রবীন্দ্র ভবন। এর সঙ্গে সঙ্গে এদিন থেকেই রিষড়া শহরের স্বাস্থ্য পরিষেবার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। এদিন থেকেই রিষড়া মাতৃসদন হাসপাতালে চালু হলো ডায়োলোসিস বিভাগ।
উল্লেখ করা যায় বিগত কয়েক বছর ধরেই হুগলি জেলার রিষড়া শহরের সংস্কৃতির প্রধান কেন্দ্র রবীন্দ্র ভবনটির সংস্কারের কাজ চলছিল। অবশেষে রিষড়াবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে নতুন ভাবে সকল রকম আধুনিক ব্যবস্থাপনায় সেজে ওঠা সম্পুর্ন শীততাপ নিয়ন্ত্রিত রিষড়া রবীন্দ্র ভবনের উদ্বোধন করেন।
বহু স্বনামধন্য শিল্পী তথা ব্যক্তিদের পদধূলিতে ধন্য এই রবীন্দ্র ভবন। রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রের আন্তরিক প্রচেষ্টায় রিষড়া শহরের পুরোনো ভগ্নপ্রায় রবীন্দ্র ভবনকে সম্পূর্ণ নব কলবরে সাজিয়ে তোলা হয়েছে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডঃ সুদীপ্ত রায়, চাঁপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁইন, হুগলি জেলা পরিষদের সদস্য সুবীর মুখার্জী, উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পৌরপ্রধান জাহিদ হাসান খান সহ এই পৌরসভার সকল পৌর সদস্য-সদস্যাবৃন্দ।
এদিন রিষড়া রবীন্দ্র ভবনের দ্বারোদ্ঘাটনের আগে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা করেন রিষড়া পৌরসভা পরিচালিত হাসপাতাল রিষড়া মাতৃসদনে ডায়োলোসিস বিভাগের শুভ উদ্বোধন করেন।