ছন্দমালা (এক নদীর গল্প )

গতকাল ছিল  ২২ শে শ্রাবণ। এই দিনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা হারিয়ে ছিলাম। তিনি আজ আমাদের ছেড়ে অন্য এক মহাবিশ্বের যাত্রি। এ-বসুধার বুকে কান পাতলেই শোনা যায় তাঁর অমৃত কন্ঠের সেই সুর-সেই গান-তুমি ডাক দিয়েছ কোন সকালে…. ” তাঁর এই ৮২তম প্রয়াণদিবসকে শ্রদ্ধা জানিয়ে সংবাদ প্রতিখনের ছন্দমালায় আজকের প্রথম কবি হুগলি জেলার বৈদ্যবাটি থেকে প্রবীণ কবি-সাহিত্যিক ও সাংবাদিক সুমিত দাঁ

%d bloggers like this: