জীবনানন্দ সভাগৃহে প্রকাশিত হলো একাধিক পুস্তক

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি কলকাতার জীবনানন্দ সভাগৃহে পুরুলিয়ার মহুলবন লোক সংস্কৃতি উৎসব মঞ্চের অনুষ্ঠানে প্রকাশিত হলো পশ্চিম বর্ধমানের কবি অন্তরা সিংহরায়ের তৃতীয় কাব্যগ্রন্থ “তবুও কি প্রেম বুঝেছো”। কবি সাহিত্যিক শিল্পীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন “শুধু কবিতার জন্য” শীর্ষক আরও একটি কবিতার বই প্রকাশ করে বাংলা ঝাড়খণ্ড দুই রাজ্যের অন্যতম বিশিষ্ট কবি সুনীল কুমার মোদককে শ্রদ্ধা নিবেদন করলেন মহুলবন সাহিত্য গোষ্ঠী।

উপস্থিত ছিলেন কবি কেশব রঞ্জন ,কবি পিনাকী রায় , পুরুলিয়ার ভূমিপুত্র সুনীল কুমার মোদক ও পশ্চিম বর্ধমানের কবি অন্তরা সিংহরায় । ডঃ ব্রতীন দেওঘরিয়া , কবি দেব নির্মল,ডঃ দ্যুতি দও গুপ্ত , সম্পাদক মধুসূদন দরিপা সহ সমাজের বিশিষ্ট গুণী ব্যক্তিরা।

সংবাদ প্রতিখনের অন্যতম শুভানুধ্যায়ী কবি, লেখিকা অন্তরা সিংহরায় যিনি পেশায় একজন শিক্ষিকা ও সঙ্গীত শিল্পী, তাঁর এদিনের প্রকাশিত কাব্যগ্রন্থে তাঁর স্বরচিত ৪২ টি কবিতা স্থান পেয়েছে। কবিতা পাঠ, আবৃত্তি ও বক্তব্যের মালায় সাজানো মনোজ্ঞ এই অনুষ্ঠানটিকে সুচারু রূপে পরিচজলনা করেন মহুলবন সাহিত্য গোষ্ঠীর পক্ষে কবি নরেন্দ্রনাথ সেনগুপ্ত।

%d bloggers like this: