অন্তরা সিংহরায়: বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে মা মিশন আশ্রম, (কানাগড়, রেল স্টেশন হুগলী) কর্তৃক আয়োজিত কবি সম্মেলন, কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মা মিশন আশ্রম কর্তৃপক্ষের আমন্ত্রণে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা অধিভুক্ত বঙ্গভূমি সাহিত্য পত্রিকা পরিবারের প্রতিনিধিগণ আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মা মিশন আশ্রমে। আশ্রমের সংগঠক হিসাবে শ্রীমতী তন্দ্রা চ্যাটার্জী, অভিনন্দন চ্যাটার্জী সহ প্রমুখ সমস্ত অনুষ্ঠানটি দক্ষতার সহিত পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পূজনীয় স্বামী প্রেমাতানন্দ মহারাজ। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ বন্দনা বণিক, মৌসুমী পাল বিশ্বাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মা মিশন আশ্রমের কর্ণধার প্রাক্তন অধ্যাপক মাননীয় কার্তিক দত্ত বণিক মহাশয় কে বঙ্গভূমি সাহিত্য পত্রিকার তরফ থেকে ‘ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান-২০২৩ ’ প্রদান করা হয় ও সাংবাদিক শ্রী মলয় সুর মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয়।
মা মিশন আশ্রমের আবাসিক বাচ্চাদের জন্য বঙ্গভূমি সাহিত্য পত্রিকার পরিবারের তরফ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত বঙ্গ ভূমি সাহিত্য পত্রিকার পরিবারের পক্ষ থেকে সভাপতি ড: সমীর শীল মহাশয়, যুগ্ম-সম্পাদক-সহদেব দোলুই, অর্ণব দত্ত, কবি মাধব ব্যানার্জী, ড: রহুল আমিন, কবি মৌটুসী বীর উপস্থিত ছিলেন। বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনটির তাৎপর্য সুন্দরভাবে বিশ্লেষণ ও এই বিষয়ে বক্তব্য রাখেন বঙ্গভূমি সাহিত্য পত্রিকার সভাপতি তথা বিশিষ্ট রাবীন্দ্রিক গবেষক ডঃ সমীর শীল মহাশয়। কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা, সাহিত্য আলোচনা প্রভৃতির মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে পালিত হয়।
এছাড়াও বঙ্গভূমি সাহিত্য পত্রিকার পরিবারের পক্ষ থেকে কবি মৌটুসী বীরের জন্মদিন পালন করা হয়। সাহিত্য ও সমাজ কল্যাণ এই দুই এর মেলবন্ধনে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত বঙ্গভূমি সাহিত্য পত্রিকা নিরলস কাজ করে চলেছে ও আগামীদিনেও সাহিত্যের পাশাপাশি সমাজকল্যাণ মূলক কাজের ধারা অব্যাহত রাখবে বলে জানান পত্রিকার যুগ্ম সম্পাদক অর্ণব দত্ত ও সহদেব দোলুই।