নিজস্ব সংবাদদাতা: উত্তর কলকাতার হাতিবাগানের নটী বিনোদিনী চিত্র প্রদর্শনশালায় গত ২৩, ২৪ এবং ২৫শে জানুয়ারী অনুষ্ঠিত হয়ে গেল রঙমেলা ২০২৩। তিনদিনের এই অনুষ্ঠানের বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা বৈদ্য, শিল্পী ইন্দ্রজিৎ নারায়ন, বরুন সাহা, বাপ্পাদিত্য মাঝি সহ বিশিষ্টব্যক্তি বর্গ।
বাংলা ভাষা নিয়ে কুইজ, কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের সমন্বয়ে সাজানো হয়েছিল এই অনুষ্ঠান। কবি আকাশ পাইনের কবিতার বই ফেরারী ইশতেহারও প্রকাশিত হয় এই অনুষ্ঠানে। এছাড়াও প্রায় ৮০ জন শিল্পীর ছবি প্রদর্শিত হয় এই অনুষ্ঠানে।