স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সচেতনতা শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার হিন্দমোটর এর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল সমাজ সচেতনতা মূলক শোভাযাত্রা এবং স্থানীয় দুঃস্থ মানুষদের শীতবস্ত্র ও খাদ্য বিতরণের অনুষ্ঠান।  শোভাযাত্রার মূল বিষয় ছিল ডেঙ্গু বিষয়ক সচেতনতা।

উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বি সি মিশ্র, ম্যানেজার ও রেক্টর সুদীপ্ত বোস, প্রধান শিক্ষিকা সোনিতা রায়, সহ প্রধান শিক্ষিকা মনীষা সিং, শিক্ষা অধিকর্তা নীতু চট্টোপাধ্যায়, স্থানীয় ডাঃ স্নেহশীষ বর্মন, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখে একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে অংশ নেয় উত্তরপাড়া লুই ব্রেইল মেমোরিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীরাও।

%d