এম রহমান, হুগলি: বিজেপির জনসভার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই হুগলির ধনেখালিতে পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন ধনেখালির বিধায়িকা অসীমা পাত্র, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী রুনা খাতুন ছাড়াও আরো অনেকে বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিলেন বিধায়িকা অসীমা পাত্র। ওই মঞ্চ থেকেই তিনি জানিয়েছেন ধনেখালি তার আঁতুর ঘর, সে ছোট থেকেই ওখানে বড় হয়েছে সেই ধনেখালিতে যদি কেউ চক্রান্ত করে তাহলে সেই চক্রান্তের বিরুদ্ধে ধনেখালির জনগণকে নিয়ে তিনি লড়াই করবেন। ধনেখালির মাটি উর্বর মাটি, বিরোধীরা যতই কুৎসা করুক সে কথায় তোয়াক্কা করতে নারাজ এমনটাই জানালেন বিধায়িকা অসীমা পাত্র।
হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী রুনা খাতুন এই সভা প্রসঙ্গে জানান ধনেখালির মাটি শক্ত মাটি বিধায়িকা অসীমা পাত্র তিনবারের বিধায়িকা, এলাকার সংগঠনটাকে তিনি সেই ভাবেই সাজিয়েছেন। তিনি প্রথম সিপিএমকে পরাস্ত করেই ক্ষমতায় এসেছেন তাকে ছোট করা সহজ ব্যাপার নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে উস্কানীমূলক কথাবার্তা বলছেন তাতে তার নাম বলতেও তিনি লজ্জাবোধ করছেন। তিনি বলেন পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের পরিকল্পনা চলছে চক্রান্ত করার হিংসা ছড়ানোর।