নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার রিষড়ার অঙ্কন শিক্ষা কেন্দ্র মডার্ন ড্রইং স্কুলের বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেলো ২০২২ এর শেষ লগ্নে ২৫ থেকে ২৭ ডিসেম্বর স্থানীয় শিশু ভারতী কমিউনিটি হলে। প্রদর্শনীতে এই স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের আঁকা নানা ছবি প্রদর্শনীতে উপস্থিত সকলের প্রশংসা আদায় করে নেয়।
এই প্রদর্শনী উপলক্ষে মডার্ন ড্রইং স্কুলের কর্ণধার দেবব্রত চক্রবর্তীর ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছিল এক কর্মশালার। এছাড়াও এই স্কুলের কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও তুলে দেওয়া হয় এই প্রদর্শনী থেকে।
সমাজের নানা ক্ষেত্রের গুণী মানুষদের উপস্থিতিতে সার্থক হয়ে উঠেছিল রিষড়ার অঙ্কন শিক্ষা কেন্দ্র মডার্ন ড্রইং স্কুলের চতুর্থ বার্ষিক প্রদর্শনীটি।