নিজস্ব সংবাদদাতা,হুগলি: হুগলির চন্দননগর পুস্তকাগারের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৭ ডিসেম্বর বৈকালে চন্দননগর উপ সংশোধনাগারে চন্দননগর পুস্তকাগারের উদ্যোগে গ্ৰন্থ পরিষেবার শুভ সূচনা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, চন্দননগর ডেপুটি ম্যাজিস্ট্রেট সুজিত লোধ ,জেলার সাহেব, শুভজিৎ সাউ, পুস্তকাগারের সম্পাদক ও গ্ৰন্থাগারিক ড.সোমনাথ ব্যানার্জী , যুগ্ম সম্পাদক শুভদীপ ব্যানার্জী। মহানাগরিক পুস্তকাগারের এই শুভ উদ্যোগ এর ভূয়শী প্রশংসা করেন। আজকের এই শুভ সূচনায় ৩৬ জন কয়েদি তাদের পছন্দের বই লেনদেন করেন। গ্ৰন্থাগারিক ড. সোমনাথ ব্যানার্জী জানান প্রতি ১৫ দিন ছাড়া আমরা কয়েদিদের চাহিদা অনুযায়ী বই পরিষেবার মাধ্যমে তাদের মনের বিকাশ ঘটাতে পারবো-এটাই আমাদের লক্ষ্য। জেলার সাহেবের সহযোগিতায় ও চন্দননগর পুস্তকাগারের যৌথ উদ্যোগে সম্প্রসারণ মূলক এই পরিষেবার ভূয়সী প্রশংসা করেন সকলে।