শারদীয়ার পুণ্য লগ্নে সকলকে স্বাগত। সময়টা দেবী দশভূজার আরাধনার। আজ সপ্তমীর পুণ্য তিথিতে সংবাদ প্রতিখনের সাহিত্য বিভাগের ছন্দমালায় দুর্গাপুজোর সপ্তমী তিথির অন্যতম প্রধান কলাবউ প্রসঙ্গে ছড়ার মাধ্যমে কলাবউ কি এবং কেন তা জানালেন মা এর স্বপ্ন’র অন্যতম প্রধান কবি ও লেখক দীপঙ্কর মুখোপাধ্যায়