নিজস্ব সংবাদদাতা: পুঁথিগত বিদ্যার বাইরে বিদ্যালয়ের ছাত্রসমাজ যে আলাদা জ্ঞান আহরণের উৎসুক এমনই চিত্র ধরা পরলো। শনিবার জিরাট কলোনী হাই স্কুলে পরিবেশ এবং লালনের উপর ক্লাস নিলেন ‘লাল পাহাড়ীর দ্যাশে যা ‘কবিতার লেখক জাতীয় পুরস্কার এবল লালন পুরস্কার প্রাপক কবি অরুণকুমার চক্রবর্তী।
ছাত্রছাত্রীদের কাছে পরিবেশ ও লালনের কবিতা এবং জীবন নিয়ে আলোচনা করেন। এদিন স্কুলের ইতিহাস সম্বলিত একটি পুস্তক সভাপতি পার্থ চট্টোপাধ্যায় রচিত ‘উদ্বাস্তু মানুষের স্বপ্ন বৃক্ষ জিরাট কলোনী উচ্চ বিদ্যালয়’টি প্রকাশ করেন কবি অরুণকুমার চক্রবর্তী এবং চিত্তরঞ্জন ঘোষ। উপস্হিত ছিলেন প্রাক্তন ছাত্র সুমন্ত সরকার, চিত্তরঞ্জন ঘোষ, প্রধান শিক্ষক আবদুল শরীফ শেখ, সাংবাদিক শ্যামলকুমার সিংহ।