রূপসীর টিপস: এই বর্ষায় কী পরবেন?

fashion-1রূপসী: কবির  চোখে বর্ষা যতই কাব্যিক আর রোমান্টিসিজমে ভরপুর হোক না  কেন যে কোনো ফ্যাশন সচেতন মানুষের কাছে বর্ষা কখনোই সুখকর অভিজ্ঞতা নিয়ে আসে না। কিন্তু ঋতুর এই ভৌগোলিক পরিবর্তনের কাছে মানুষকে তো বশ্যতা স্বীকার করতেই  হবে। কি ভাবে এই ঋতুর উপযোগী পোশাক নির্বাচন করবেন। কি ধরণের পোশাক পারবেন ও নিজেকে সাবলীল ভাবে উপস্থাপন করবেন তা সম্পর্কে আজকে আমরা চলুন জেনে নিই।। কথায় আছে style is a way to say who you are whithout having to speak,,, সঠিক পোশাক নির্বাচনও আজকের দিনে যথেষ্ট  গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থান কাল কে এগিয়ে রেখে উপযুক্ত পোশাক একজনের ব্যাক্তিত্বের সঠিক বহিঃপ্রকাশ ঘটায়। কিন্তু বর্ষা মানেই চোখের সামনে ভেসে ওঠে ছপাত ছাপাত জল, কর্দমাক্ত পথ, আর অনাহুত বৃষ্টি র দাপট। তাই বলে তো অফিস বা ইনভিটেশন কে অবজ্ঞা করতে পারি না। কি ভবে এই পরিস্থিতি কে সামাল দেবেন। খুব সহজ সমাধান আছে।

fashion-2

সঠিক ফুটওয়্যার নির্ণয় করুন: বর্ষায় ছোট খাটো পার্টি হোক বা নিত্যদিনের কর্পোরেট অফিস সব থেকে যে সমস্যা নিয়ে বেগ পেতে হয় তা হলো ফুটওয়্যার। এক কাদা জলের সমস্যা প্লাস ভিজে যাওয়ার ভয়। কিন্তু এখন খুব ভালো ভালো ব্রান্ডের সহজলভ্য বর্ষার উপযোগী ফ্যাশনাবল ফুটওয়্যার পাওয়া যায়। জেলি সু বা ক্রকস ব্যবহার করতে পারেন। নিয়ন কালার খুব ট্রেন্ডি।

fashion-3

ফ্যাব্রিক নির্বাচন: এই সময় লিনেন, শিফন, বা কটনের ব্যবহার খুব আরাম দায়ক। সহজেই বৃষ্টির জলে ভিজলেও সহজেই শুকিয়ে যায়। মেয়েদের জন্য পালাজো, স্ট্রেট প্যান্ট, স্কার্ট খুব  ট্রেন্ডি। আবার ছেলেদের ক্ষেত্রে ক্যাপ্রি, শর্টস, খুব সুবিধাজনক

lekha

রং নির্বাচন: Colours are the smile of nature. বর্ষায় পোশাক নির্বাচনের সময় রঙের বিষয়ে সচেতন হওয়া জরুরি।সব থেকে আকর্ষণীয় রং হলো হলুদ, সবুজ, লাল, নীল বা নিয়ন রং। হাল্কা রং খুব একটা ভালো লাগে না, তবে যারা বোল্ড রং ভালোবাসেন না তারা বেজ কালার ট্রাই করতে পারেন। সবশেষে বলি চুটিয়ে বর্ষা উপভোগ করুন।

0214563cooking recipeenew-advtHIRINGadvt-2bokhim-advtFinal advtuntitled-2-11efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-1advt-3advt-4advt112-for-advt-sankha-sen

%d bloggers like this: