রাজকুমার দাস: জাতিগত দাঙ্গা কতটা ভয়াবহ রুপ নিতে পারে আর কতটা সমাজ ও দেশের ক্ষতি হতে পারে সেটা আনুমান করলে গা শিউরে ওঠে। দাঙ্গাতে বাবা মা কে হারিয়ে ফেলা শিশুগুলোর কি অবস্থা হয় কোনদিন কল্পনা করে দেখেছেন। তাদের এখনও বোঝার বাইরে থাকে কে কোন জাতের। জাতপাতের উর্দ্ধে উঠে মনুষ্যত্বই বড় তার প্রকাশ ঘটেছে “চিন্তাধারা” নামক শর্ট ফিল্মে।
১৫ই জুলাই মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করছে দুই শিশু অভিনেতা”মাস্টার ঋক দাস ও বেবি শ্রেয়সী বোস। সিনেমাটি পরিচালনা করেছেন মীর রাজ্জাক এবং প্রযোজনায় মীরয এন্টারটেনমেন্ট। মীরয এন্টারটেনমেন্ট-র লক্ষ্যই হল তাদের প্রতিটা সিনেমা হবে সচেতন ও শিক্ষামূলক।