নিজস্ব সংবাদদাতা: এবার কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপ করোনা নিরসনে। ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষে “আজাদী কি অমৃত মহোৎসব” এই স্লোগানকে পাথেয় করে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন ১৮ বছরের উর্দ্ধে ভারতের নাগরিকদের সরকারী কেন্দ্রে বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ দেওয়া হবে বলে আজ এক সংসদীয় সভায় স্থির করা হয় এবং এই মর্মে বিবৃতি জারি করা হয়।