কিশলয় মুখোপাধ্যায়, হুগলি: আজ আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস। এই উপলক্ষে আজ সকালে সেচ্ছাসেবী সংস্থা সহজ (মেক ইট ইসি) এর উদ্যোগে এবং গুড়াপ গ্রাম পঞ্চায়েতের তত্বাবধানে গুড়াপ পঞ্চায়েত অফিস থেকে গুড়াপ বেলতলা মোড় পর্যন্ত একটি সচেতনতা মূলক পদযাত্রা ও পদযাত্রার শেষে একটি সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন শুরু হয় ২০০৮ সাল থেকে।পরের বছর থেকে ইউরোপীয় ইউনিয়ন দিবস হিসেবে পালন করতে শুরু করে।
সভায় মনোজ্ঞ ও সচেতনতামূলক বক্তব্য রাখেন সহজ সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সায়ক সোম, গুড়াপ গ্রাম পঞ্চায়তের উপপ্রধান মহম্মদ হানিফ, পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ সূর, সন্দীপ চৌধুরী এবং সুচয়ন ঘোষ। সভায় প্রত্যেকেরই মূল বক্তব্য ছিল প্লাস্টিক বর্জন করতে হবে এবং নিজেরা যদি সচেতন না হই তাহলে কোনদিনই এই সমস্যা মিটবেনা। আর সচেতন হয় ওঠাও সকল নাগরিকের কর্তব্য।
বিভাগ:খবর, জেলা, বর্তমান সময়, রাজ্য, সাময়িকী