কিশলয় মুখোপাধ্যায়: ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার নতুন চেয়ারপার্সন হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। সুপ্রিমকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর তিনি জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাস কমিটির প্রধান ছিলেন। প্রথম মহিলা চেয়ারপার্সন দেশাইয়ের নিয়োগ সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মুম্বই গর্ভমেন্ট কলেজের প্রাক্তন ছাত্রী দেশাইয়ের নিয়োগে সন্মতি দিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু লোকসভার স্পিকার ওম বিড়লা ও পিসি আইএর সদস্য প্রকাশ দুবের কমিটি।বিচারপতি দেশাই ২০১১সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০১৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের দায়িত্ব সামলেছেন। এর আগে বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন। প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া অ্যাক্ট ১৯৭৮ ধারা ৫(২) ও ৬(১) ক্ষমতা বলেই এই পদে নিয়োগ করে কেন্দ্র। অবসরের পর এলফিনস্টোন কলেজের প্রাক্তন ছাত্রী ৭২ বছর বয়সী বিচারপতি দেশাই বিদ্যুৎ বিভাগের ট্রাইব্যুনালের চেয়ারপার্সন , লোকপাল কমিটি ইত্যাদি কমিটিতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।