জাকির হোসেন মল্লিক, কলকাতা: হাড়হিম করা বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল আজ কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গ। কলকাতাস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন দফতরের কাছে লোয়ার রেঞ্জ রোডে আজ দুপুরে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর পাঁচ নং ব্যাটেলিয়নের কর্মী কালিম্পং এর বাসিন্দা চুডুপ লেপচা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন দফতরে নিরাপত্তার কাজে যোগ দিয়ে কিছুক্ষণ পরে আচমকাই নিজের সার্ভিস ইনসাস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চলতে থাকেন।
এই ঘটনায় যথারীতি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পার্ক সার্কাস এলাকায়। এবং এই ঘ্টনায় ওই এলাকা দিয়ে ওই মূহুর্তে যাওয়া হাওড়া রিমা সিং নামক এক মহিলা গুলিবিদ্ধ হযে মারা যান এবং ওই পুলিশকর্মী কিছুটা দূরে সরে গিয়ে নিজেকেই নিজে গুলি করে আত্মঘাতী হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনা ঘটানোর প্রায় এক ঘণ্টা আগে ওই পুলিশকর্মীকে ওই এলাকার বিভিন্ন ঘুরে বেড়াতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন ওই পুলিশ কর্মী এদিন প্রায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালান।