পাপ্পু সাঁতরা, হুগলি: দুই পক্ষের স্বামীর বিবাদ বেধড়ক মারধোর আশঙ্কাজনক ১ আহত ৮ আটক ২, হুগলির চন্ডিতলার আইয়ার ঘটনা। প্রথম পক্ষের স্বামীর সাথে দ্বিতীয় পক্ষের স্বামীর বিবাদেই এই ঘটনা বলে জানা যায়। সংবাদে প্রকাশ মাস দেড়েক আগে চন্ডিতলার আইয়ার দীপঙ্কর রক্ষিতের সাথে বিয়ে হয় সুতপা রক্ষিতের। অভিযোগ সুতপার প্রথম পক্ষের স্বামী নিতাই ঘোষ দলবল নিয়ে বেধড়ক মারধোর করে দীপঙ্কর ও তার বাড়ীর লোকজনকে।
গ্রামের লোকজন চলে এলে সবাই পালিয়ে গেলেও নিতাই ঘোষ ও কয়েক জনকে ধরে ফেলে গ্রামবাসীরা, তাঁদের পাল্টা মারে গুরুতর আহত হয় নিতাই ঘোষ, আহত হয় নিতাইয়ের সাথে হাঙ্গামা করতে আসা ধৃত লোকজন৷ আহত দীপঙ্কর ও নিতাই কে আকুনি ইছাপসর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনায় চন্ডিতলা থানার পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে।গ্রামবাসীদের কাছে মার খাওয়া নিতাই ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়।