পাপ্পু সাঁতরা, হুগলি: হুগলির চিকরন্ড জলাপাড়া ও দক্ষিণ পাঁচঘড়ায় ভগবান শ্রীরামকৃষ্ণ কমিটি আয়োজিত রামনবমীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘটে যাওয়া হাঁসখালির ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন আমাদের লজ্জার যে এই রাজ্যে বাংলায় এই রকম একটা মুখ্যমন্ত্রী বসে আছেন। উনি পুলিশকে যে নির্দেশ দিয়েছেন সেই কারণে বলছি ওনার ভালো করে বিল্চিং ও ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করা উচিত।
আগামীকালের রাজ্যের দুটি উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রচার শেষ হযে গিয়েছে তাই ভোট নিয়ে কিছু বলব না, তবে তিনি এর সঙ্গে সঙ্গে বলেন, ‘আশা করব নির্বাচন কমিশন অত্যন্ত ভয়মুক্ত পরিবেশে ও গনতান্ত্রিক পরিবেশে আগামীকালের ভোট পরিচালনা করবেন।’
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত জনগণকে তিনি বলেন, ‘শাসক দলের চোখ রাঙানিতে পড়লেও নিজের ধর্ম বিপন্ন করবেন না, সবাই ঐক্য বদ্ধ থাকুন এবং সবাই বাড়িতে তুলসী মঞ্চ তৈরি করুন, হরিনাম সংকীর্তন করুন যত বেশি করে শাঁখ বাজাবেন, যত বেশি করে উলু দেবেন, যত বেশি করে সনাতন ধর্ম প্রচার করবেন, যত বেশি সনাতন ধর্ম কে জাগ্রত করবেন, সনাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারলে হাঁসখালীর মত ঘটনা থেকে দূরে সরে থাকতে পারবেন এবং যে ভাবে এই রাজ্য পাপে ভরে গেছে, তার থেকে আমরা সকলে নিস্তার পাবো।