রিষড়ায় দ্বিতীয়বারের জন্য পৌরপ্রধান পদে শপথ নিলেন বিজয় সাগর মিশ্র, শপথে উঠলো জয় বাংলা স্লোগান

0214563

002

নিজস্ব সংবাদদাতা, হুগলি: বিজয় সাগর মিশ্র’ র নেতৃত্বে শপথ নিলেন হুগলির রিষড়া পৌরসভার সকল নবনির্বাচিত পৌরপ্রতিনিধিগণ। এই পৌরসভায় দ্বিতীয় বারের জন্য পৌরপ্রধান হিসেবে নির্বাচিত ৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় সাগর মিশ্র বাংলায় শপথ নিয়ে সমগ্র রিষড়াবাসীকে তাঁর ও তাঁর দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

K S FIRE INSTITUTE

তিনি জানান, পৌরভোটের আগে তাঁদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রিষড়ার অন্যতম প্রধান সমস্যা রিষড়ার দুই পাড়ের মধ্যে রেল লাইনের নিচ দিয়ে চলাচলের পথের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজয় বাবু বলেন এই আন্ডারপাশ রিষড়ার দুই পাড়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগরক্ষাকারী পথ হয়ে উঠবে, তিনি আরও বলেন, হুগলি জেলার মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন করবে এই আন্ডারপাশ, যা পুরোপুরি ওয়ান ওয়ে অর্থাৎ যাতায়াতের জন্য দুটি পথ থাকবে। 001

বিজয় বাবু জানান, এই শহরকে তাঁরা পৌরসভার পক্ষ থেকে এক সুন্দর, সবুজ মডেল শহর করে গড়ে তুলতে বিদ্ধপরিকর। তিনি বলেন ইতিমধ্যেই এই শহরের জনগণকে প্রকৃতি স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে রিষড়া পৌরসভা পরিচালিত চালু হওয়া রিষড়া মাতৃসদনে আগামী মাসেই মাত্র ১০০০ টাকা বেড ভাড়ায় আইসিসিইউ ইউনিট চালু হতে চলেছে। এছাড়াও তিনি বলেন রিষড়া শহরের অন্যতম আর এক সমস্যা যানজট কমাতে পৌরসভার পক্ষ থেকে শহরের বেশ কিছু রাস্তাকে ওয়ান ওয়ে রাস্তা  ঘোষণা করা হবে। untitled-2-192a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

উপপৌরপ্রধান হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়া জাহিদ হাসান খান তাঁর দলনেত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে বলেন রিষড়াবাসীর সেবায় তিনি সর্বদা নিয়োজিত থাকবেন, এবং তিনি সকল রিষড়াবাসীকে ধন্যবাদ জানান।

untitled-3untitled-1-3advt112-for-advt-sankha-senfor-nwsadvt-banner.3latest-advt-of-jotishadvt-3advt-41efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2advt-1advt-banner

%d bloggers like this: