দুর্গাপুর কুটির শিল্প মেলা

0214563

DGP-1

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দুর্গাপুর পৌর নিগমের ২ নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার মহাশয়ের নেতৃত্বে দুদিন ব্যাপী দুর্গাপুর কুটির শিল্প মেলা উদ্বোধন হয়ে গেল দুর্গাপুর চয়ন মাঠে।

K S FIRE INSTITUTE

উদ্বোধনে উপস্থিত ছিলেন এই মেলার অন্যতম আয়োজক অর্পিতা ঘোষ, টুম্পা দাস মহান্ত, উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি, ১ নং বোরো চেয়ারম্যান রীনা চৌধুরী, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভুঁই, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীপা সরকার, প্রগতিশীল হকার্স ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অভিজিৎ দাস, স্বপ্নপূরণ সোসাইটির সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস সহ বিসিসটি ব্যক্তিবর্গ।

দুর্গাপুর পৌর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি বলেন, মহিলাদের স্বনির্ভর করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়ন করতে সচেষ্ট। কুটির শিল্প, বাণিজ্য মেলায় তার বিক্রয় সহ নানা সুযোগ সুবিধা প্রদান। তিনি  মহিলাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পুরুষদের বিরাট ভূমিকার কোথাও তুলে ধরেন। তিনি বলেন আমাদের সমাজে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক।

এই মেলার উদ্যোক্তা স্থানীয়  ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ২ নং বোরো চেয়ারম্যান মাননীয় রমাপ্রসাদ হালদার মহাশয় বলেন, আগামীতেও এই ধরনের প্রয়াসে তাঁর পূর্ণ সমর্থন ওই সহযোগিতা তিনি করবেন।

untitled-2-1untitled-1-3untitled-3latest-advt-of-jotishfor-nwsadvt112-for-advt-sankha-senadvt-banner.3advt-1advt-3advt-41efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-bannersambad-pratikhan

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading