নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে হুগলি জেলার ১২ টি পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধানদের নাম ঘোষণা করা হয়। ১২ টির মধ্যে দুটি পৌরসভা উত্তরপাড়া ও ভদ্রেশ্বর পৌরসভা দুটির পৌরপ্রধান হিসেবে যথাক্রমে দিলীপ যাদব ও প্রলয় চক্রবর্তীর নাম ঘোষণা করলেও কোন এক অজ্ঞাত কারণে এই দুই পৌরসভার উপপৌরপ্রধানদের নাম ঘোষণা করা হলো না। এই বিষয়ে জেলার হুগলি শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক দিলীপ যাদব জানান অতি শীঘ্র তাঁদের দল এই দুই পৌরসভার উপপৌরপ্রধানদের নাম ঘোষণা করবে।