অভিজিত্ দাস, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর প্রান্তিকা প্রফুল্লময়ী কালীমাতা মন্দির কমিটির ব্যবস্থাপনায় এবং দীনবন্ধু মিশ্র ও কল্পতরু মিশ্রের আয়োজনে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক পালস্ পোলিও টিকাকরণ কর্মসূচি।
এই শিবিরের সহযোগিতায় ছিল দুর্গাপুর রেডক্রস সোসাইটি। উল্লেখ্য সারা বছর ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মন্দির কমিটির পক্ষ থেকে বলে জানালেন মন্দির কমিটির সদস্যরা।