নিজস্ব সংবাদদাতা: গতকাল ২ নভেম্বর ২০২১ কলকাতার তপন থিয়েটারে ব্যাক স্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছা রক্তদান শিবির। শিবিরে ৪০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। উল্লেখ্য, করোনা আবহে কাজ বন্ধ থিয়েটার ও মঞ্চের সকল অনুষ্ঠান আর এর ফলে কাজ হারিয়ে অসুবিধায পড়ে বিপদে এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যাক স্টেজের সকল কলা-কুশলীরা। আর এই কারনে আজ থেকে এক বছর আগে তৈরি হয়েছিল ব্যাক স্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন প্রথম দিন থেকেই পাশে রয়েছে সেই সকল মানুষগুলির যারা সরাসরি যুক্ত এই শিল্পের সঙ্গে।
তাঁদের এই রক্তদানে সাড়া দিয়ে রূপালী পর্দা ও মঞ্চের অধিকাংশ শিল্পী পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশীষ চক্রবর্তী। তিনি স্বেচ্ছা রক্তদাতাদের তাঁদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন যাঁরা রক্ত দিলেন তাঁদের পাশে সংগঠন সব সময় থাকবে , যারা দিতে চেয়ে আসতে পারেননি বা দিতে পারেন নি তাঁদের পাশেও তাঁদের সংগঠন সবসময় থাকবে।