নিজস্ব সংবাদদাতা, হুগলি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করলো চুচুঁড়ার কলাবীথিকা হগলী। রবিবার চুচুঁড়া জ্যোতিষ ভবনে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টরা। কলাবীথিকা হুগলীর মুখপত্র বৈতালিক চুচুঁড়ার বিশেষ সংখ্যা কবি অলোকরঞ্জন দাশগুপ্ত সংখ্যা প্রকাশ করলেন অধ্যাপক তরুন মুখোপাধ্যায়। কবি রবি ঠাকুর আর কবি অলোকরঞ্জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের সঙ্গে অলোকরঞ্জনের রবীন্দ্রনাথ বিষয়ে আলোকপাত করলেন অধ্যাপক ঋতম মুখোপাধ্যায়। সংগীত এবং পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। এদিনের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেন দে, চিকিৎসক অক্ষয়কুমার আঢ্য, অধ্যাপিকা ডালিয়া হোসেন, সম্পাদক শান্তনু চক্রবর্তী