শুভদীপ দে: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চন্দননগরের মাননীয় বিধায়ক তথা তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়ের তত্ত্বাবধানে চন্দননগর পৌরনিগম ও হুগলি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চন্দননগরের ঐতিহ্য ও বিশ্ববন্দিত জগদ্ধাত্রী পূজা পরিচালনাকে করোনার প্রতিকূল গ্রাস থেকে রক্ষা করতে এবং সমস্ত রকম করোনা বিধি মেনেও যাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজা কমিটিগুলো পূজায় সামিল হতে পারে, এবং সব কিছুর মতো চন্দননগরের জগদ্ধাত্রী পূজার গৌরব, অহংকার অক্ষুণ্ণ থাকে সেসব ভেবেই পুজা কমিটিগুলোর সদস্যদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হল হুগলির চন্দননগর রবীন্দ্রভবনে এবং ক্রমপর্যায়ে চলবে এই কর্মসূচি।
স্থানীয় বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় নিজে উপস্থিত থেকে এই করোনা ভ্যাকসিন প্রদান এর সামগ্রিক দিক যত্ন নিয়ে দেখেন এবং আগামী দিনে অতীতের মত সব অসুবিধায় পাশে থাকবেন বলে সাহস যোগান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দননগর পুলিশ কমিশনারেট কমিশনার অর্ণব ঘোষ, চন্দননগর সাব ডিভিশনাল অফিসার অয়ন দত্তগুপ্ত, চন্দননগর পৌর নিগমের কমিশনার স্বপন কুন্ডু, চন্দননগর পৌর নিগমের সেক্রেটারি মানস কুমার মন্ডল, চন্দননগর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সৌমেন পাল, ভদ্রেশ্বর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ কৌশিক ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।