ডানকুনির ১৭ নং ওয়ার্ডে দুয়ারে গাছ

dankuni-gachনিজস্ব সংবাদদাতা: আমাদের প্রকৃতিতে সবুজকে বাঁচিয়ে আমাদের আগামীর জন্য সদা তত্‍পর যে সংগঠনটি তার নাম সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। সম্প্রতি এই সংগঠন পূর্ব বর্ধমান জেলার ভাতারে বনমহোৎসব কর্মসূচী পালন করেছে এক হাজারটি গাছের চারা লাগিয়ে বনভূমি তৈরি করার ব্রতে। এই সংস্থার হুগলি জেলা শাখা হুগলি জেলার ডানকুনি পৌরসভা এলাকার সবকটি ওয়ার্ডে সদধারণ জনসাধারণের মধ্যে বিলি করেছেন গাছের চার। তাঁদের স্লোগান –গাছ লাগাবেন আপনি, চারা দেব আমরা। এই উদ্দেশ্যে গতকাল ১ আগস্ট, ২০২১ ডানকুনির ১৭ নং ওয়ার্ডের লিচুবাগানে দুয়ারে গাছ শীর্ষক কর্মসূচির অন্তর্গত বিনামূল্যে ওই এলাকার জনসাধারণের মধ্যে বিতরণ করলেন গাছের চারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের ডানকুনি শাখার সম্পাদক হরি শংকর পারিয়া। 

উলেক্ষ্য এই সংগঠন আগামী ১৫ আগস্ট, ২০২১ ডানকুনির ৩ নং ওয়ার্ডের পার ডানকুনি পঞ্চানন তোলা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত করতে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুয়ারে গাছ শীর্ষক কর্মসূচী।  এই সংগঠনের অন্যতম শেখ মাবুদ আলী জানান, তাঁর তাঁদের রক্তদাঞ্জ শিবিরে কোনও প্রকারর উপঢৌকন প্রদান করেন না। তিনি বলেন তাঁরা মনে করেন স্বেচ্ছা রক্তদান কথাটির অর্থ হল সম্পুর্ন নিজের ইচ্ছায় রক্তদানে কোনরূপ উপঢৌকন দেওয়ার কোনরূপ প্রয়োজনীয়তা তাঁরা অণুভব করেন না।

149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5new-advt-sankha-senLATEST ADVT OF JOTISH209419418_1140649856410940_4719109323388593608_n05ebab74-f275-4bee-ab56-f8f2ca13e1a0

%d bloggers like this: