নিজস্ব সংবাদদাতা: কোভিড ১৯ এর মান্যতা বজায় রাখতে ২০ জুলাই হতে ৭ দিন জেলার ১৪ টি ব্লকে ১১ টি গ্রাম পঞ্চায়েতকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষনা করা হয়েছে। এই পঞ্চায়েত গুলির মধ্যে গোঘাট-১, জাঙ্গীপাড়া, শ্রীপুর, বলাগড়, কোদালিয়া ১, চন্দ্রহাটি ২, পোলবা, সুগন্ধা, মাকালপুর, গোপালনগর, সিঙ্গুর ২ গ্রাম পঞ্চায়েত উল্লেখযোগ্য।তার সাথে ২৪ টি গ্রাম পঞ্চায়েতকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া উত্তরপাড়া, কোন্নগর এবং হুগলী চুচুঁড়া পৌরসভার যথাক্রমে ১০, ২২,, ৬ , ৪,৫,৬,১৬,১৭ নং ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে জনসাধারণকে মেনে চলারও নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সকল রকম বাণিজ্যিক এক্টিভিটিস, মুভমেন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে অত্যাবশ্যকীয় নিত্য ব্যবহার্য জিনিসে ছাড়ের কথা উল্লেখ রয়েছে এই নির্দেশনামায়।