দুয়ারে গাছ এর শুভ উদ্বোধন

STSWনিজস্ব সংবাদদাতা: পরিবেশ নিয়ে নিরবিচ্ছন্ন ভাবে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে অরণ্য সপ্তাহ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বাজেপ্রতাপপুরের মালিরবাগানে উদ্বোধন হল দুয়ারে গাছ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড গতরকাল থেকে শুরু করে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন এলাকার জনগণের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করার যে কর্মসূচী নিয়েছে তারই অঙ্গ হিসাবে প্রথম দিনে পূর্ব বর্ধমান জেলার বাজেপ্রতাপপুরের মালিরবাগানে বিতরণ করা হল বিভিন্ন গাছের চারা। এর জন্য সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আগে থেকে নাম নথিভুক্ত করিয়ে ও ওই গাছ গুলির রক্ষনাবেক্ষণ ও যত্ন করার অঙ্গীকার করিয়ে তবেই সেই সকল জনগণের হাতে তুলে দিলেন গাছের চারা।

এদিন পূর্ব বর্ধমানের বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন গাছের চারা নিতে। দুয়ারে গাছ চলবে জুলাই এবং পুরো আগস্ট মাস জুড়ে। উদ্যোক্তারা জানান আগামী ২১শে জুলাই পানোয়া, ভাতার, পূর্ব বর্ধমান, ২৫শে জুলাই মহাতা পূর্ব বর্ধমান, ২৭শে জুলাই বোলপুর, বীরভূম,  ১৫ই আগস্ট ডানকুনি, হুগলি এবং মুর্শিদাবাদ, হাওড়া, ২৪ পরগনা(দ:) জেলার বিভিন্ন প্রান্তে চলতে থাকবে এই বৃক্ষ প্রদান কর্মসূচী।

149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_onew-advt-sankha-sengnc-advt-6x4-for-webLATEST ADVT OF JOTISHadvt-banner.3ADVT-BANNERadvt-1advt-3advt-4advt-5gif advt

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading