শুভদীপ দে: শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জির উদ্যোগে বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক ও চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইঁন মহাশয় পরিচালনায় বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় দীর্ঘ লকডাউন থেকে আজ পর্যন্ত চলছে খাদ্য সামগ্রী সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিস দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়ার কর্মসূচি। এই কর্মসূচিতে শেওড়াফুলিতে এক অভিনব অনুষ্ঠানের মাধ্যমে জামাইষষ্ঠী পালন করলেন সাধারণ মানুষদের নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
এ প্রসঙ্গে মাননীয় বিধায়ক অরিন্দম গুইঁন বলেন এই করোনা মহামারীর সময় এইভাবে জামাইষষ্ঠীর পালনের মধ্যে দিয়ে সকলে যে আনন্দ অনুভব করলেন সেটাই আমাদের কাছে বড় কথা। অপরদিকে উপহার, খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষও বেজায় খুশি এবং বিধায়ক নিজে হাতে এদিন খাবার পরিবেশন করলেন।