পুজো বন্ধ চুচুঁড়ায়

chyhuyuনিজস্ব সংবাদদাতা: করোনার প্রকোপে এ বছরের প্রাচীন মহিষমর্দিনী পুজোর উৎসব হচ্ছে  না চুচুঁড়ার ধরমপুরে। বহু বছর আগে থেকে ধরমপুরে এই পুজো জামাইষষ্ঠীর দিন শুরু হয়ে দশহরায় শেষ হতো। সঙ্গে থাকতো বিনোদনের জন্য মেলা। আর মেলায় জনসমাগম থাকতো চোখে পড়ার মতো। জেলায় করোনা পরিস্হিতির  উন্নতি হলেও বিপদের কথা মাথায় রেখে ভক্তসমাগম বন্ধ রেখেছে পুজো কমিটি। মহিষমর্দিনী পুজো এবং দশহরায় গঙ্গা পুজোকে কেন্দ্র করে ধরমপুর কেন এলাকার মানুষজন অনাবিল আনন্দে মেতে ওঠে। গত বছরেও এই পুজোকে ভক্তদের জমায়েত না করার সিদ্ধান্ত নিয়েছিল কমিটি।    chutyrytuএবছর পুজোর শুরুর দিনই মন্দির প্রাঙ্গণ ছিল ভক্তশূণ্য। প্রতিমা না থাকায় মন্ডপে হাজিরাও কম। তবে পুজো কমিটির আশা ঠাকুরের আশীর্বাদে আগামী দিনগুলি দেশ করোনামুক্ত হয়ে নতুন ভাবে দেশ এগিয়ে চলবে।

201251443_2052819018191856_7318174547572268134_nadvt-banner.3new gif advtADVT-BANNERadvt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5gnc-advt-6x4-for-web

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading