নিজস্ব সংবাদদাতা: মায়ের প্রেরনা ও বিবেক সংস্থার উদ্যোগে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ২টি অক্সিজেন সিলিন্ডার, ২টি স্যানিটাইজার মেশিন, মাস্ক উৎসর্গ করা হল হাওড়া জেলার বালি নিশ্চিন্দা তরুণ সংঘ ক্লাবের নিজস্ব ভবন থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ, জেলা পরিষদ সদস্য বিকাশ দে, বেলুড় জি আর পি ওসি বিকাশ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার শুভ কুমার, স্থানীয় ব্যাক্তিত্ব সৌমেন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মায়ের প্রেরণার কর্ণধার প্রিয়রঞ্জন সরকার জানান তারা যেভাবে সাধারণ মানুষদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বছরের পর বছর ধরে আগামী দিনেও এইভাবে নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অসহায় মানুষের পাশে থাকবে মায়ের প্রেরণা।