শুভদীপ দে: কারোনা বারবারন্তে নাজেহাল যখন সাধারণ মানুষ, ঠিক তখনই এটি এম থেকে মাক্স দেবার ব্যবস্থা করলো ব্যবসায়ী বন্ধুরা। হুগলির শ্রীরামপুর বটতলার ব্যবসায়ীদের এই উদ্যোগে খুশি পথ চলতি মানুষেরা। বটতলায় বসানো হয়েছে এটিএম, সেখান থেকে টাকা নয়, বের হচ্ছে মাক্স।
এরই পাশাপাশি হাত ধোয়ার জন্য সাবান, স্যানিটাইজার রাখা হয়েছে। দুরত্ব বজায় রাখতে রাস্তায় লাইনের জন্য গোল গোল করা দাগ দিয়ে দূরত্ব বজায় রাখতে আবেদন করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।